শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ১০:২৯:৩৪

ফের ৫ উইকেট শিকার করলেন আবদুর রাজ্জাক

ফের ৫ উইকেট শিকার করলেন আবদুর রাজ্জাক

স্পোর্টস ডেস্ক : ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকল অঙ্গনে সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় ছিলেন আবদুর রাজ্জাক।

জাতীয় দলের বাইরে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তিনি। সাউথ জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে খেলছেন আবদুর রাজ্জাক। আবদুর রাজ্জাক ৫ উইকেট শিকার করেছেন জাতীয় লিগে।

সম্প্রতি ২০১৬ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা দেয় বিসিবি। কিন্তু দলে নেই তিনি। উপেক্ষিত এই অভিজ্ঞ বোলার দেখান ণৈপুন্য। জীবনে অনেকবার ৫ উইকেট শিকার করেছেন রাজ্জাক।

রাজশাহীর শেখ কামারুজ্জামান স্টেডিয়ামে এই কীতিত্ব দেখান আবদুর রাজ্জাক। সেন্টাল জোন ৩৮১ রানে অল আউট হয়। এর জবাবে ব্যাট করছে রাজ্জাকের সাউথ জোন।
২২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে