স্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত হয়ে আজীবন নির্বাসিত রয়েছেন পাকিস্তানের স্পিনার দানিশ ক্যানেরিয়া। এই ক্যানেরিয়া ক্রিকেট বিশ্বে নতুনরুপে হাজির হয়েছেন।
ক্যানেরিয়া লাইম লাইটের বাইরে ছিলেন দীর্ঘদিন। ফের তর্কবিতর্ক যোগ করেছেন তিনি। পাকিস্তানের ক্রিকেটার হয়ে তিনি সাহায্য চেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে।
ক্যানেরিয়ার উপর অজীবন নিষেধাজ্ঞা চলছে আইসিসির। তার মতে পাকিস্তান নয় ভারত তাকে রক্ষা করতে পারে এখান থেকে। ভারতীয় ক্রিকেট ইসুতে এসব হট নিউজ নিয়ে নতুন রুপে আলোচনায় এসেছেন দানিশ।
পাকিস্তানের সাবেক অফ স্পিনার বলেন, একমাত্র বিসিসিআই আমাকে নির্বাসন থেকে মুক্ত করতে পারে৷ অনুরাগ ঠাকুর আমার এই বিষয়টা নিয়ে বিবেচনা করতে পারেন৷
ক্যানেরিয়া চান তাকে মুক্ত করে ভারতের ক্রিকেট টিমের কোচ হিসাবে নিয়োগ দেয়া হোক। ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহরের কাছে এই আবদার করেছেন ক্যানেরিয়া।
২২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর