স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন সাব্বির রহমান রুম্মান। অন্যরা যেখানে ব্যর্থ সেখানে সফল হচ্ছেন সাব্বির রহমান রুম্মান। সাব্বিরের সাফল্য পেছনে রয়েছে রহস্য।
জাতীয় দলের কোচ দলের ব্যাটসম্যানদের একই পরামর্শ দিয়ে থাকেন। কোচ হাথুরুসিংহের বিশ্বাস টি-টোয়েন্টিতে ডট বল আত্মঘাতি।
তার মতে প্রতি বলে চাই রান নেয়া। কিন্তু এই গুরুর উক্তি ফলো না করে চার-ছক্কা মারার দিকে ঝোঁক থাকে দলের বেশিরভাগ ক্রিকেটারের। কোচের বক্তব্য হলো চার ছক্কা সব সময় আসে না।
যখন চার ছয় মারার মত বল না পওয়া যায় তখন তার পরামর্শ যে কোনোভাবে ১/২ টি রান বের করে নেয়া। সাব্বির রহমানের দৃষ্টি থাকে কোচের এই পরামর্শের দিকে।
তিনি সিঙ্গেল যেমন বের করে নেন তেমনি বাজে বল থেকে বের করে আনেন চার বা ছয়। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে সর্বোচ্চ রান (১৩৯) সাব্বিরের।
এই ৩ ম্যাচে ৫৯ রানই সিঙ্গেল নিয়েছেন সাব্বির। গুরুর পরামর্শ ফলো করে অযথা ইউকেট বিকিয়ে দেয়াকে রক্ষা করতে পেরেছেন সাব্বির। উইকেটে বেশি সময় থেকে দলের জন্য খেলতে পেরেছেন তিনি।
সাব্বির রহমান এক সাক্ষাৎকারের জানান, এভাবে খেলে পাওয়ার প্লেতে ৫০-৫৫ রান পাওয়া সম্ভব। টাইগারদের কোচের কাছেও সাব্বিরের এই অ্যাকশন বেশ গুরুত্বপূর্ণ।
২২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর