স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের সাবেক নাম্বার ওয়ান বোলার চামিন্দা ভাস। এই লঙ্কান তারকাকে চিনতে মোটেই কষ্ট হওয়ার কথা নয় ক্রিকেটপ্রেমীদের।
পাকিস্তানের হয়ে সাবেক নাম্বার ওয়ান ব্যাটসম্যান ইনজামাম উল হকের বিপক্ষে অনেক বল করেছেন চামিন্দা ভাস। ক্রিকেট ছেড়ে এখন অবসরে দুই দেশের এই দুই ক্রিকেট সেনা।
ইনজামাম আফগানিস্তানের কোচ হিসাবে নতুন ক্যারিয়ার শুরু করেন। আর এবার চামিন্দা ভাস কোচ হিসাবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। আয়্যারল্যান্ডের সাথে এরই মধ্যে চুক্তি সেরেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বোলিং কোচ থাকার জন্য চুক্তি সেরেছেন এরইমধ্যে। ক্রিকেট জীবনে অসাধারণ পারফর্ম করা ভাসকে পেয়ে অভিভূত আয়্যারল্যান্ড।
আয়ারল্যান্ডের প্রধান কোচ জন ব্রেসওয়েল ভাসকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্রেসওয়েল বলেন, সব ধরনের ক্রিকেটে তার উইকেট নেয়ার সামর্থ্য ছিল। তার সামর্থ্য আমাদের দলের জন্য হবে খুবই মূল্যবান।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য বাছাই পর্ব খেলতে হবে আয়্যারল্যান্ডকে। এছাড়া আগামী ১৪ ও ১৬ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে আয়্যারল্যান্ডের।
এই আসরগুলোকে সামনে রেখে শিষ্যদের নিয়ে ফের ব্যাট বল হাতে নামছেন লঙ্কান কিংবদন্তি ভাস।
২২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর