স্পোর্টস ডেস্ক : গত বিশ্বকাপের সময় মওক্যা মওক্যা দিয়ে বাংলাদেশের অপমান করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওই বিশ্বকাপের একটি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গভীর ষড়যন্ত্রের রেশ কাটেনি মোটেই।
আর এরই মধ্যে বাংলাদেশের ‘বাস’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে ভারতীয় ক্রিকেটাররা। ভারতের যুব ক্রিকেট টিম এখন বাংলাদেশের মেহমান। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর।
বাংলাদেশে বিভিন্ন দেশের ক্রিকেট টিমই এসছে এই লক্ষ্যে। বিসিবির বাস নিয়ে আপত্তি আসেনি বড় বড় দেশের ক্রিকেটারদের পক্ষ থেকে। বিসিবির বাস নাকি নিম্ন মানের ও সেঁকেলে।
এই বাসে চড়তে আপত্তি ভারতীয় যুবাদের। কয়েক ঘণ্টার অনুশীলন বর্জনও করেছে তারা! এ নিয়ে বিশ্বকাপের আগে বিসিবিকে অস্বস্তিতে ফেলেছে ভারতীয় ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট পরিচালক সাইফুল আমিন জানান, আমি বিষয়টি জানতে পেরেছি। এটা অতিরঞ্জিত। আমি এ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করতে চাইনা।
২২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর