স্পোর্টস ডেস্ক : ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজে বিরাজ করছে সমতা। প্রথম ম্যাচে আফ্রিদি ম্যাজিকে জয় পায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সিরিজ জয়ের স্বপ্ন শেষ করে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ব্যাটসম্যানই।
শুধু পাকিস্তান নয় এই সিরিজের দিকে দৃষ্টি নিউজিল্যান্ডেরও। সিরিজের শেষ ম্যাচটিতে টস জিতে পাকিস্তান। টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। কিন্তু পাকিস্তানের আসল উদ্দেশ্য পূরণ হয়নি।
রানের চাকা নিয়স্ত্রণ করতে পারেনি পাকিস্তানের বোলাররা। অ্যান্ডরসন তাণ্ডবে পাকিস্তানকে বিশাল টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের সামনে এখন ১৯৭ রানের লক্ষ্য।
কোরি অ্যান্ডারসন ৪২ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন। কিউ ওপেনার গাপটিল ১৯ করেন ৪২ রান। অন্যদের মধ্যে ইউলিয়ামসন ৩৩ রান করেন। এই রান টপকে জয় পেতে বেশ বেগ পেতে হবে পাকিস্তানকে।
পাকিস্তান সিরিজে হেরে গেলে সমালোচনায় বিদ্ধ হবেন আফ্রিদি। অন্যদিকে এই বিশাল টার্গেট তাড়া করে ম্যাচ জিততে পারলে প্রশংসা কুড়াবেন আফ্রিদি।
২২ জানুয়ারি ২০১৬/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর