শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০২:১৮:৪০

সিরিজ নির্ধারণ নাকি সমতা?

সিরিজ নির্ধারণ নাকি সমতা?

আরিফুর রাজু: চার ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ।

শুক্রবার বিকেল তিনটায় শেখ আবু নাসের স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি।

সিরিজের তিনটি খেলায় দু’টিতে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ ও অপর একটিতে জয় পেয়েছে সফরকারীরা। অর্থাৎ আজ শেষ ম্যাচটি এক পক্ষের জন্য বাঁচা-মরার, অপর পক্ষের জন্য সিরিজ নির্ধারণের।

চার ম্যাচ সিরিজের প্রথম দু’টিতে বাংলাদেশ দলের অলরাউন্ডার সাব্বির-সৌম্যের কল্যাণে বেশ দাপটের সঙ্গে জয় তুলে নিলেও তৃতীয় ম্যাচে এসে বেশ চুপসে যায় টাইগাররা। তবে জিম্বাবুয়ে দলের বিধ্বংসী ব্যাটসম্যান তিনটি ম্যাচেই চির চেনা ব্যাটিং করেন।

তাই শেষ ম্যাচটি নিয়ে বেশ সতর্ক বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ ও মুশফিক। মুস্তাফিজ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারলেও দেশের জন্য মাঠে নামা হতে পারে তার।

তৃতীয় ম্যাচে দল সাজানোয় প্রভাব ছিল কোচ হাতুরুসিংহের। এর মাসূল কোচকে নয় দিতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। বিসিবি সভাপতির নাজমুল হাসানের ক্ষোভ রয়েছে এ নিয়ে।

তবে এখন অপেক্ষার পালা শেষ ম্যাচটিতে কি গড়তে যাচ্ছে।

শেষ ম্যাচে সেরা একাদশ নিয়ে নামার জন্য পরিস্কার নির্দেশ দিয়েছেন পাপন। সে হিসাবে দেখে নিন শেষ ম্যাচের জন্য টাইগারদের সেরা একাদশ।

১. তামিম ইকবাল

২. ইমরুল কায়েস

৩. সাব্বির রহমান

৪. মাহমুদউল্লাহ রিয়াদ

৫. সাকিব আল হাসান

৬. মোসাদ্দেক হোসেন

৭. নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)

৮. মাশরাফি বিন মুর্তজা

৯. আরাফাত সানী

১০. মুস্তাফিজুর রহমান 

১১. আবু হায়দার রনি।

 ২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে