স্পোর্টস ডেস্ক : ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেয়া হয়নি রুবেল হোসেনকে। জিম্বাবুয়ে সিরিজেও মাঠের বাইরে রুবেল হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে এল নতুন এক খবর।
মূলকথা হলো, ব্যক্তিগত অর্জনের পরে বাংলাদেশকে অনন্য উচ্চতায় তুললেন টাইগার রুবেল হোসেন। ২০১৬ সালে মাঠ কাঁপনো বোলারদের মধ্যে সেরাদের তালিকায় ঠাঁই পেয়েছেন বাংলাদেশের রুবেল।
বিশ্বের সেরা সেরা বোলারদের বোলিং স্পেল নিয়ে একটি তালিকা প্রকাশ করে ইএসপিএন। এখানে রুবেল হোসেন রয়েছেন সেরা ছয়ে। এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ড পেসার টেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, পাকিস্তানের ওহাব রিয়াজ ও অস্ট্রেলিয়ার জেমস ফোকনার।
ইএসপিএনের মতে, ২০১৫ সালে রুবেলের সেরা বোলিং স্পেল হলো বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে গুড়িয়ে দেয়ার ম্যাচ। বিশ্বকাপের ওই ম্যাচের একটা সময় বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের জন্য ১০ বলে দরকার ছিল ১৬ রানের।
এটা কোনো ব্যাপার ছিল না ইংল্যান্ডের জন্য। কিন্তু রুবেল তখন স্টুয়ার্ট ব্রড ও অ্যান্ডারসনকে সরাসরি বোল্ড করে দেশকে জয় এনে দেন। ওই ম্যাচের সুবাধে বিশ্বসেরাদের তালিকায় ডাক পেয়েছেন রুবেল হোসেন। একই সাথে দেশের গৌরব বয়ে আনেন তিনি।
২২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর