স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
খুলনার শেখ আব নাসের স্টেডিয়ামে শুক্রবার বিকেল তিনটায় শুরু হয় দু’দেশের চিরপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি।
সফরকারীদের হয়ে ওপেনিংয়ে নামেন ভূসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজা। তবে শুরুতেই অধিনায়ক মাশরাফির বিন মর্তজার বলে ক্যাচ আউট হয়ে সাজ ঘরে ফেরেন ভূসি সিবান্দা। মাঠ ছাড়া আগে তার রানের খাতায় যোগ হয় ৫ বলে ৪ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ২ ওভাবে ১৭ রান। উইকেট পড়েছে ১টি।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও আরাফাত সানী।
জিম্বাবুয়ে দল:
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ভুসি সিবান্দা, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), পিটার মুর, গ্রায়েম ক্রেমার, টেন্দাই চিসোরা, লুক জংওয়ে, নেভিল মাদজিভা।
২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর