শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:১১:০৬

দাদা কি আইসিসির চেয়ারম্যান হচ্ছেন? মুখ খুললেন সৌরভ

দাদা কি আইসিসির চেয়ারম্যান হচ্ছেন? মুখ খুললেন সৌরভ

স্পোর্টস ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং বোর্ড সচিব জয় শাহ- দুই জনেরই বোর্ড মেয়াদ আরও তিন বছর করে বেড়ে গিয়েছে। কিন্তু সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট থাকবেন নাকি আইসিসি চেয়ারম্যান হবেন, তা নিয়ে একটা জল্পনা এখনও চলছে।

ভারতীয় ক্রিকেটার মহলে জোর আলোচনা শুরু হয়েছে দাদা কি আইসিসির চেয়ারম্যান হচ্ছেন? বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। বলে দিলেন, আইসিসি চেয়ারম্যান হওয়া তার হাতে নেই।

আগামী নভেম্বরে আইসিসি চেয়ারম্যান নির্বাচন। এবং গ্রেগ বার্কলের জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে সৌরভের নাম প্রবল ভাবে ভেসে উঠছিল। শহরে এদিন এক অনুষ্ঠানে তা নিয়ে সাবেক ভারত অধিনায়ককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আইসিসি চেয়ারম্যান হওয়া আমার হাতে নেই।” 

বৃহস্পতিবার সকালের দিকে সৌরভ এক অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন। অন্য দিকে আসন্ন বিসিসিআই নির্বাচন নিয়ে আজ বিকালের দিকে ভারতীয় বোর্ড সচিব জয় শাহর ই-মেল পৌঁছে গেছে বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থায়। বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে, আগামী ১৮ অক্টোবর বোর্ড নির্বাচন হবে মুম্বাইয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে