শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৩:২২:১১

নিজেদের মাটিতে আফ্রিদিকে চরম লজ্জা দিল নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

নিজেদের মাটিতে আফ্রিদিকে চরম লজ্জা দিল নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিশ্বকাপ অধিনায়ক শহীদ খান আফ্রিদিকে নিয়ে খেলার মাঠেই ঘটেছে এই ঘটনা। কয়েকদিন আগে উল্লাসের সাথে নিউজিল্যান্ড সফরে যান আফ্রিদি।

এই নিউজিল্যান্ড সফরই কাল হতে যাচ্ছে আফ্রিদির জন্য। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা যেন রেগেমেগে আগুন আফ্রিদিবাহিনীর উপর। লড়াইয়ের মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশাল জয় পায় নিউজিল্যান্ড।

শেষ টি-টোয়েন্টিতে ম্যাচে পাকিস্তানকে ঝড়ের ন্যায় উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। টানা দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়ে আফ্রিদিকে শেষ লজ্জাটাও দেয় কিউরা।

১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে উইকেট বিসর্জন দেয়ার খেলায় মাতে পাকিস্তান। বল হাতে ব্যর্থ হওয়া আফ্রিদি ব্যাট হাতেও ব্যর্থ হন। মাত্র ১০১ রান সংগ্রহ করতেই সবকটি উইকেট হারায় পাকিস্তান।

সিরিজের ফলাফল দাঁড়ায় নিউজিল্যান্ড বিশাল জয়ের মাধ্যমে ৩-১ ব্যবধানে সিরিজজয়ী। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে দুইয়ের অংকে পৌঁছেছেন মাত্র ২ জন ব্যাটসম্যান।

তাদের মধ্যে শেহজাদ করেন ৪১ ও মালিক করেন ১৪ রান। ৯৫ রানে হেরে যাওয়ার ম্যাচে ১৬ ওভার ১ বলেই থেমে যেতে হয় পাকিস্তানকে। মাইল ও ইলিয়ড ৩টি উইকেট শিকার করেন এদিন।

ব্যাট হাতে অপরাজিত ৮২ রান করা অ্যান্ডরসনও দুটি উইকেট পান। ম্যাচ সেরা হয়েছেন কোরি অ্যান্ডরসন।
২২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর   

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে