শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৩:৫৪:৪৫

মাসাকাদজার ব্যাটিংয়ে হতাশ টাইগাররা, ধরাছোঁয়ার বাইরে রান

মাসাকাদজার ব্যাটিংয়ে হতাশ টাইগাররা, ধরাছোঁয়ার বাইরে রান

স্পোর্টস ডেস্ক : শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। পরীক্ষা নিরীক্ষার ম্যাচে ফের ষোলকলা পূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা তাণ্ডব শুরু করেছেন শুরুতেই। চিত্র দেখে হতাশ টাইগাররা।

জিম্বাবুয়ের রান চলে যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ধরাছোঁয়ার বাইরে। হ্যামিলটন মাসাকাদজার মারকাটকাট ব্যাটিংয়ে বিপদের মুখে বাংলাদেশ। মাসাকাদজার সাথে ব্যাট হাতে ঝড় তুলছেন জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটসম্যান মুতুম্বামিও।

৯ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জিম্বাবুয়ের রান ৭৫। তাসকিন ও আবু হায়দার রনি মোটেই নিয়স্ত্রিত বল করতে পারেননি। তাসকিন তার প্রথম ওভারই দেন ১৪ রান।

একই অবস্থা রনির ক্ষেত্রেই। আগের ম্যাচে ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশের সামনে ১৮৭ রানের বিশাল লক্ষ্য দাঁড় করে জিম্বাবুয়ে। শেষ ম্যাচেও একই পথে যাচ্ছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের সামনে এখন ভয়ংঙ্কর রুপে জিম্বাবুয়ে। সিরিজের ফলাফল কোন দিকে যায় সে দিকেই এখন দৃষ্টি সবার।
২২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর    

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে