স্পোর্টস ডেস্ক : কোনো চেষ্টাই সফল হচ্ছে না বাংলাদেশের। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের ভয়ংঙ্কর ব্যাটসম্যন ওয়েলারের ব্যাটে যেন প্রলংঙ্করি ঝড়-তুফান।
এই ওয়েলারের ব্যাটিংয়ে এর আগে দুটি ম্যাচে হেরে যায় বাংলাদেশ। গত ম্যাচে ম্যাচ সেরা হওয়া ওয়েলার ঝড় তুলছেন ফের। জিম্বাবুয়ে-বাংলাদেশের গত টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে রুখে দিয়ে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন ওয়েলার।
বিসিবির পরীক্ষা নিরীক্ষার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে অবিশ্বাস্য তাণ্ডব ওয়েলারের ব্যাটে। জিম্বাবুয়ের সংগ্রহ যে পাহাড়ে গিয়ে ঠেকবে সেটা প্রায় নিশ্চিত।
বাংলাদেশের ব্যাটসম্যানরা কতদূর কি করতে পারে সে নিয়ে আগাম শঙ্কা। এই রিপোর্ট লেখার সময় স্কোরের দিকে দৃষ্টি গেলে দেখা যায় ১৫ ওভারে জিম্বাবুয়ের রান ১৪৫।
আর ১৮ বল খেলে দলকে ৩৬ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে সিকান্দার রাজাকে ব্যাটিংয়ে নামার সুযোগ করে দিয়েছেন ওয়েলার। তবে ওপেনার মাসাকাদজার ঝড় থামেনি মোটেই।
সেঞ্চুরি থেকে সামান্য দূরে রয়েছেন তিনি। এই মাসাকাদজা টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে যাচ্ছেন।
২২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর