শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৩:২৬

সাকিবের অনন্য মাইলফলক স্পর্শ

সাকিবের অনন্য মাইলফলক স্পর্শ

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ ক্রিকেট দল।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের ম্যাচটিতে সিকান্দার রাজার উইকেট নেয়ার মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে শুরু থেকে ব্যাট ও বল হাতে নিজেকে ভালোই প্রমাণ দিচ্ছেন সাকিব। সিরিজের তৃতীয় ম্যাচে ৩টি উইকেট লাভের মাধ্যমে ক্রিকেটের তিন ফরম্যাটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৬ ওভারে ১৪৯ রান। উইকেট পড়েছে ৩টি।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও আরাফাত সানী।

জিম্বাবুয়ে দল:
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ভুসি সিবান্দা, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), পিটার মুর, গ্রায়েম ক্রেমার, টেন্দাই চিসোরা, লুক জংওয়ে, নেভিল মাদজিভা।

২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে