স্পোর্টস ডেস্ক: গত বছর জুলাই মাসে ঘরে মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় টাইগার দলের অন্যতম সেরা ফাস্ট বোলার রুবেল হোসেনের। ইনজুরির কারণে প্রায় ৬ মাস হয়ে গেল রুবেল মাঠের বাইরে। তবে নিজেকে সম্পূর্ণ ফিট করে বল হাতে গতির ঝলক নিয়ে টাইগার দলে ফিরতে চান এই পেসার।
ইনজুরি কারণে গেলো কয়েকটি সিরিজে টাইগারদের হয়ে খেলতে পারেন নি রুবেল। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজেও খেলা হয়ে উঠেনি তার। ইনজুরি কারণে সদ্যশেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়াল লিগ বিপিএলেও নিয়মিত ছিলেন না তিনি।
গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যাল্ডে বিশ্বকাপে বল হাতে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছিলেন রুবেল। তাই টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টি আসরের আগে, এই ফরম্যাটে সেরা কম্বিনেশন সাজাতে কাঁটাছেঁড়ায় ব্যস্ত বিসিবি। মেগা আসরের আগেই নিজেকে সম্পূর্ণ ফিট করতে চান রুবেল।
এই পযন্ত রুবেল হোসেন তার ক্যারিয়ারের ৬৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৮৭ উইকেট পেয়েছেন। যার মধ্যে হ্যাট্রিক সহ ২৬ রানে ৬ উইকেট, ওয়ানডেতে তার সেরা বোলিং। এছাড়াও ২৩ টেস্টে ৩২ উইকেট আর ৭ টি-টোয়েন্টিতে ১১ উইকেট নিয়েছেন এই বোলার।
২২ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস