শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৫:০৬:১০

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে পারবে কি?

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে পারবে কি?

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের দেয়া ১৮১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ।

স্বাগতিকদের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

শরুতেই সৌম্যের ব্যাটে ঝড়ের আবাস মেলে। শুরুতেই হিট করার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যাক্তিগত ১১ রানের মাথায় মাদজিভার বলে ক্যাচ তুলে সাজ ঘরের ফেরতে হয় তাকে।

সিরিজের দ্বিতীয় (৪৩) ও তৃতীয় (২৫) ম্যাচে চমৎকার ইনিংস খেললেও শেষ ম্যাচে এসে ব্যর্থতার পরিচয় দেন সৌম্য। যদিও শেষ ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে তার কথায় শোনা গিয়েছিল আশার বানী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিক বাংলাদেশর সংগ্রহ ২ ওভারে ১৩ রান।

উইকেট পড়েছে তিনটি।

মাঠে রয়েছেন তামিম ইকবাল ও সাব্বির রহমান

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও আরাফাত সানী।

জিম্বাবুয়ে দল:
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ভুসি সিবান্দা, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), পিটার মুর, গ্রায়েম ক্রেমার, টেন্দাই চিসোরা, লুক জংওয়ে, নেভিল মাদজিভা।

২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে