স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে পেয়ে পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অধিনায়ক মাশরাফির নেতৃত্বে একটি টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে সর্বাধিক ক্রিকেটার খেলানোর নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ফলে ভেঙে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অথ্যাৎ নিজেদের পুরানো রেকর্ড।
চলমান বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজটিকে পরীক্ষা-নিরীক্ষা বলে আগেই ঘোষণা করেছিলেন বাংলাদেশের কোচ-অধিনায়ক। সিরিজের চার ম্যাচে একাদশ বাছাইয়েও ছিল সেই প্রতিফলন। এই পরিক্রমায় সিরিজের শেষ ম্যাচে এসে রেকর্ড গড়া হলো বাংলাদেশের।
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচটিতে সিরিজে প্রথমবারের মত মাঠে নেমেছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। এই দুজনকে নিয়ে এই সিরিজে ১৮ জন ক্রিকেটারকে মাঠে নামাল বাংলাদেশ। এটি হলো বাংলাদেশ ক্রিকেট দলের নতুন রেকর্ড। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ জন ক্রিকেটার খেলিয়েছিল বাংলাদেশ।
২২ জানুয়ারি.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস