বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩৯:১৮

বিরল রেকর্ডের অধিকারী হলেন সূর্যকুমার

বিরল রেকর্ডের অধিকারী হলেন সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক: রেকর্ড ভাঙাটাকে ধীরে ধীরে অভ্যাসে পরিণত করে ফেলছেন ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। বুধবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। 

আর এই ম্যাচে মাত্র আটটি রান করেই মুম্বইয়ের বছর বত্রিশের ক্রিকেটার হয়ে গেলেন বিরল রেকর্ডের অধিকারী। এক বছরে দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে এখন সূর্যই সর্বাধিক রান শিকারি। ২০১৮ সাল থেকে যে রেকর্ড ছিল শিখর ধাওয়ানের দখলে। 

চার বছর আগে ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনার ৬৮৯ রান করেছিলেন এক ক্যালেন্ডার বর্ষে। সূর্য এদিন টপকে গেলেন ধাওয়ানকেই। নিজের নামে করে নিলেন সেই রেকর্ড। আর সেই সাথে বিরল রেকর্ডের অধিকারী হলেন সূর্যকুমার।

এদিন রোহিত শর্মা টস জিতে টেম্বা বাভুমাদের ব্যাট করতে পাঠান। রোহিতের সিদ্ধান্তের মান রাখেন ভারতীয় বোলাররা। শিশির ফ্যাক্টর ও পিচে ঘাসের পুরো ফায়দা তুললেন অর্শদীপ সিং (৩ উইকেট), দীপক চাহার (২) ও হর্ষল প্যাটেলরা (২)। ২০ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 

প্রোটিয়া বাহিনী মাত্র ২.৪ ওভারে প্রথম পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলে। টি-২০ ক্রিকেট ম্যাচে এটাই সবচেয়ে কম সময়ে পাঁচ উইকেট পতনের রেকর্ড। যা করল দক্ষিণ আফ্রিকা। ভারত ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল। ১৭ রানের মধ্যে ভারতের দুই উইকেট চলে যায়। 

ওপেন করতে নেমে রোহিত ফিরে যান কোনও রান না করেই। নয় বলে তিন রান করে ফিরে যান কোহলিও। এরপর সূর্য এসে খেলা বুঝে নেন। রাহুলের সঙ্গে জুটি বেঁধে কামাল করতে থাকেন। সাতদিনের মধ্যেই বিশ্বের তিন নম্বর আন্তর্জাতিক টি-২০ ব্যাটার থেকে সূর্য বিশ্বের ২ নম্বর হয়েছেন। টি-২০ ফরম্যাটে ঠিক মোহাম্মদ রিজওয়ানের পরেই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে