স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের দেয়া ১৮১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ।
স্বাগতিকদের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
শুরুতেই ভাঙনের সূর বাজে টাইগার শিবিরে। মূলত সৌম্যের ফেরার মধ্যদিয়ে এ যাত্রা শুরু হয়। তিনি ১১ রানের মাথায় মাদজিভার বলে ক্যাচ তুলে সাজ ঘরের ফেরেন।
এর পরের সমীকরণটা বড়ই অদ্ভুত। দলীয় মাত্র ১০ রানের মধ্যে বাদ বাকি তিনটি উইকেটের পতন ঘটে।
তবে দলের হাল ধরার চেষ্টা করেন কায়েস ও মাহমুদুল্লাহ। দু’জন ৪.১ বলে খেলে ৩৬ রানের জুটি গড়েন দু’জন। কিন্তু বেশিক্ষণ মাহমুদুল্লাহকে সঙ্গ দিতে পারেননি কায়েস। ব্যাক্তিগত ১৮ রান তুলে সিকান্দার রাজার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৯.৫ বলে ৭৬ রান।
উইকেট পড়েছে ৫ টি।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও আরাফাত সানী।
জিম্বাবুয়ে দল:
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ভুসি সিবান্দা, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), পিটার মুর, গ্রায়েম ক্রেমার, টেন্দাই চিসোরা, লুক জংওয়ে, নেভিল মাদজিভা।
২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর