স্পোর্টস ডেস্ক: শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অল রাউন্ডার সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি ও বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০টি উইকেটের মাইলফলক স্পর্শ করে বিশ্ব ক্রিকেটের পরিচালক আইসিসি র্যাঙ্কিংয়ে বিশেষ স্থানে জায়গা করে নিয়েছেন।
এদিন সাকিব তার ৪২ ম্যাচে জিম্বাবুয়ের মারকুটে ব্যাটসম্যান সিকান্দার রাজাকে আউট করে হাফসেঞ্চুরির মাইফলক স্পর্শ করেন। যদিও তৃতীয় ম্যাচে ৪৯ দিয়ে আইসিসি র্যাংকিংয়ে সাকিবের জন্য এই বিশেষ স্থানটা প্রথম।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ দশ উইকেট সংগ্রহকারী বোলারের তালিকায় আইসিসি র্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন সাকিব। এই তালিকায় সবচেয়ে বেশি উইকেট শীর্ষ পাঁচে আছে পাকিস্তানের ৩ ও শ্রীলঙ্কার ২ ক্রিকেটার। পাকিস্তানের শহীদ আফ্রিদি, উমর গুল ও সাঈদ আজমল। আর দুই শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা ও অজন্তা মেন্ডিস। এছাড়াও তালিকায় শীর্ষ ছয়ে আছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। সাকিবের থেকে ১ উইকেট বেশি নিয়ে নবম স্থানে আছেন ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান।
২২ জানুয়ারি.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস