শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৬:২৪:০৮

কানায় কানায় ভরে গেল খুলনা স্টেডিয়াম,বাইরে হুলস্থুল কাণ্ড

কানায় কানায় ভরে গেল খুলনা স্টেডিয়াম,বাইরে হুলস্থুল কাণ্ড

স্পোর্টস ডেস্ক: খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে চলছে জিম্বাবুয়ের বিপক্ষে চার টি২০ ম্যাচ সিরিজের শেষ ম্যাচ। শুক্রবার বিকাল ৩টায় শুরু হয় ম্যাচ। স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। ধারণ ক্ষমতার প্রায় দেড়গুণ দর্শক গ্যালারিতে প্রবেশ করেছে। এদের অধিকাংশই ছিলো টিকিটবিহীন দর্শক।

তবে, খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামের বাহিরে হুলস্থুল কাণ্ড সৃষ্টি হয়। স্টেডিয়ামের গ্যালারিতে দেড়গুণ দর্শক ঢুকে পড়ে। এর অধিকাংশই টিকিট বিহীন দর্শক। এতে যারা টিকিট কিনে মাঠে খেলা দেখতে এসেছে, তাদের দুর্ভোগে পড়তে হয়েছে। বৈধ টিকিট নিয়ে গ্যালারিতে প্রবেশকারীদের চেয়ে টিকিট বিহীন দর্শকের আধিপত্য বেশী লক্ষ্য করা যায়। ফলে টিকিট নিয়ে গ্যালারিতে প্রবেশ করা সহস্রাধিক দর্শককে দাঁড়িয়ে খেলা দেখতে হয়েছে।

এদিকে, শুধু গ্যালারিতেই নয়, স্টেডিয়ামের বাইরেও কয়েক হাজার দর্শক খেলা দেখার জন্য অপেক্ষায় ছিল।

শুক্রবার বিকাল ৩টায় জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের চতুর্থ ও শেষ ম্যাচ শুরু হয়। খেলা শুরুর আধাঘন্টা পর থেকে স্টেডিয়ামের টিকিটবিহীন দর্শকের হুলস্থুল লেগে যায়। স্টেডিয়ামের প্রবেশ পথ প্রধান ফটকগুলোতে জড়ো হয় টিকিট বিহীন হাজার হাজার দর্শক। পুলিশের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। অনেকে বলেছে, টিকিট না নিয়ে প্রবেশ করছে দর্শকরা অথচ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। তারাও দর্শকের ভূমিকা পালন করছে।

বিকাল পৌনে ৪টার দিকে স্টেডিয়ামের প্রধান ফটকে গিয়ে দেখা যায়, সহস্রাধিক ক্রিকেট ভক্ত স্টেডিয়ামের বাউন্ডারির দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করছে। স্টেডিয়ামের প্রবেশের ৩ নম্বর গেটের বাউন্ডারি দেওয়ালে থাকা গ্রীল ভেঙ্গে টিকিট বিহীন দর্শক প্রবেশ করে। এছাড়া দর্শকদের ধাক্কায় প্রবেশ পথগুলোতে থাকা নিরাপত্তাকর্মীরাও ছিটকে পড়ে। ফলে চারটার দিকে অনেকটা নির্বিঘ্নেই স্টেডিয়ামে প্রবেশ করে ক্রিকেট ভক্তরা। আর স্টেডিয়ামের দেয়াল টপকে প্রবেশ করতে গিয়ে ২১ বছরের এক যুবক পড়ে গিয়ে আহত হয়েছে।

স্টেডিয়ামে টিকিট নিয়ে প্রবেশ করে গ্যালারিতে বসতে না পেরে নগরীর খালিশপুর পিপলস পাচতলা এলাকার বাসিন্দা নুর হোসেন অভিযোগ করে বলেন, ‘টিকিট ছাড়াই যখন মানুষ স্টেডিয়ামে প্রবেশ করছে তাহলে টিকিটের কি প্রয়োজন ছিলো। টাইগারদের শেষ ম্যাচ দেখার জন্য রাত জেগে লাইনে দাড়িয়ে পুলিশের লাঠিচার্জ আর ধাওয়া খাওয়ার পরও টিকিট সংগ্রহ করেছি। অবশেষে গ্যালারিতেও বসার যায়গা পাচ্ছি না। এমন অবস্থা আগে কখনও দেখিনি। সূত্র- বাংলা মেইল
২২ জানুয়ারি.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে