শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৬:৩২:০৬

হাতুরিসিংহের ভুলে সিরিজ খোয়ালো বাংলাদেশ

হাতুরিসিংহের ভুলে সিরিজ খোয়ালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ রানে হেরেছে বাংলাদেশ।

শুক্রবার সিরিজের শেষ ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮০ রানের বড় পুঁজি গড়ে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

১৮১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শরুতেই ব্যর্থ হয় টাইগারদের টপ অর্ডার। ১২ থেকে ১৭, মাত্র ৫ রানের মধ্যে বিদায় নেন সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান ও সাকিব আল হাসান। সৌম্য (১১) ছাড়া বাকি তিন জনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি!

নেভিল মাদজিভার করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়েছিলেন সৌম্য। কিন্তু পরের বলেই উইকেটের পেছনে মুতুম্বামিকে ক্যাচ দেন। এই ওভারের শেষ বলে একাদশে ফেরা তামিম ইকবালও বোল্ড হয়ে যান।

পরের ওভারে টেন্ডাই চিসোরোর প্রথম বল উড়িয়ে মারতে গিয়ে লং অনে দ্বাদশ খেলোয়াড় ওয়েলিংটন মাসাকাদজাকে ক্যাচ দেন সাব্বির। একই ওভারের তৃতীয় বলে সাকিব চার মারলেও পরের বলেই বোল্ড! ১৭ রানেই ৪ উইকেট হারিয়ে তখন ভীষণ বিপদে বাংলাদেশ।

পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ও ইমরুল কায়েস কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তবে ইমরুল সিকান্দার রাজার বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়লে ৩৬ রানের এ জুটিও ভেঙে যায়। ইমরুলের ব্যাট থেকে আসে ১৮ রান।

 

এরপর নুরুল হাসানকে নিয়ে ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়ে দলকে অনেকটা এগিয়ে নেন মাহমুদউল্লাহ। সেই সঙ্গে মাহমুদউল্লাহ ৩৩ বলে দারুণ এক ফিফটিও তুলে নেন। কিন্তু নুরুল (১৫) সিকান্দার রাজার একটি ফুল টাস বল ডাউন দ্য ট্র্যাকে এসে মারতে গিয়ে চিগুম্বুরাকে ক্যাচ দেন।

নুরুলের বিদায়ে ভেঙে যায় ৫৭ রানের ষষ্ঠ উইকেট জুটি। টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০১৪ সালে ভারতের বিপক্ষে ষষ্ঠ উইকেটে ৪৯ রানের জুটি গড়েছিলেন মাহমুদউল্লাহ ও নাসির হোসেন।    

এর আগে হ্যামিল্টন মাসাকাদজার অপরাজিত ৯৩ রানের সুবাদে ৪ উইকেটে ১৮০ রান করে জিম্বাবুয়ে।

প্রসঙ্গত,বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজ শুরু আগেই কোচ চন্ডিকা হাতুরি সিংহ  ও অধিনায়ক বলেছিলেন এটি পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। এ সিরিজ দিয়ে খেলোয়াড়দে পরিক্ষা-নিরীক্ষা করা হবে।

তাই সিরিজের প্রথম দুই ম্যাচে অভিষেক হয় শুভাগত হোম ও নুরুল হাসান সোহানের। ২-০ তে এগিয়ে থেকে হাস্যকর এক কান্ড ঘটায় কোচ হাতুরি সিংহ। সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেকের জন্য ডাক পড়ে মোসাদ্দেক হোসেন সৈকত, বাঁহাতি পেসার আবু হায়দার, মোহাম্মদ শহীদ এবং অলরাউন্ডার মুক্তার আলীর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শুভাগত হোম ও ‘লোকাল বয়’ নুরুল হাসানের অভিষেক শুভ হলেও মোসাদ্দেক হোসেন, বাঁহাতি পেসার আবু হায়দার, মোহাম্মদ শহীদ এবং অল রাউন্ডার মুক্তার আলীর অভিষেকটা শুভ হয়ে উঠেনি।

২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে