শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৭:০২:৪৯

মুস্তাফিজ-মুশফিকের অভাবে বাংলাদেশের সিরিজ মিস

মুস্তাফিজ-মুশফিকের অভাবে বাংলাদেশের সিরিজ মিস

আরিফুর রাজু : চার ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের কাছে ১৮ রানে হেরে সিরিজ খোয়ালো স্বাগতিক  বাংলাদেশ।

সিরিজ খোয়ানোর পর প্রশ্ন আসতে পারে কি কারণে হেরেছে বাংলাদেশ। হয়তো খবরের শিরোনামে আসতে পারে এই কারণ, ওই কারণ। নানা কারণ দাঁড় করানো হতে পারে। তবে সোজা-সাপ্টা বাংলা কথায়। আবারো মুস্তাফিজ ও মুশফিকের অভাটা হাড়ে হাড়ে টের পেল গোটা জাতি।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্ভাগ্য ভর করে টাইগার শিবিরে। এশিয়া ও বিশ্বকাপের আগে বড় আতঙ্কে পড়েছে দেশের ক্রিকেটভক্তরা। দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের পর ইনজুরিতে পড়লেন সেরা বোলার মুস্তাফিজুর রহমানও।

ইনিংসের শেষ ওভারে বল করার সময় বাম কাঁধের ব্যাথায় মাঠ ছাড়েন মুস্তাফিজ। এ সময় সতীর্থ তামিম ইকবাল ছুটে এসে তার খোঁজ নেন। কারণ মুস্তাফিজ অনেক আগে থেকেই বাম কাঁধ এবং কনুইয়ের ইনজুরিতে ভুগছিলেন। তাই ঝুঁকি এড়াতে অধিনায়কের পরামর্শ নিয়ে নিয়ে মুস্তাফিজকে বোলিং করতে নিষেধ করেন তামিম। শুধু বোলিং করতে নিষেধ করাই নয়, মুস্তাফিজকে ফিল্ডিংয়ে দাঁড়াতেও নিষেধ করেন তামিম। ফলে শেষ বলটি না করেই মাঠ ত্যাগ করেন মুস্তাফিজ। মূলতঃ বাম কাঁধে ব্যাথা অনুভব করায় তিনি আর বল করেননি। ওভারের শেষ বলটি করে দেন সাব্বির রহমান।

এর পর থেকে সিরিজের শেষ ম্যাচে নেয়া হয়নি তাকে। কারণ এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বড় ধরণের ঝুঁকিতে পড়তে চায় না বিসিবি। যদিও বিসিবির বিভিন্ন কর্তা মারফত শোনা গিয়েছিলেন দেশের মাটিতে মান সম্মানের শেষ ম্যাচে মাঠে নামনো হবে তাকে। কিন্তু না সে সিদ্ধান্ত নেয়নি বিসিবি। আর অন্যদিকে মুশফিকে রিস্ক মুক্ত রাখতে বিশ্রামে রাখা হয়েছে। এমনকি তাকে অবসরে রাখা হয়নি।

তাই সর্বশেষ হলো কি বাংলাদেশ থেকে অপেক্ষাকৃত দূর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ১৮ রানে হারলো বাংলাদেশ।

২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে