শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৭:৪১:৪৬

৬ টাইগারের অভিষেকের কারণে জিম্বাুয়ের সঙ্গে সিরিজ ভাগ

৬ টাইগারের অভিষেকের কারণে  জিম্বাুয়ের সঙ্গে  সিরিজ ভাগ

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপ ও টি- টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে অনুশীলন হিসেবে নিতে গিয়ে বছরে শুরুতে সিরিজ খোয়ালো বাংলাদেশ। তবে একেবারেই যে সিরিজ হারিয়ে পেলেছেন বাংলাদেশ তা নয়।  ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২-২ সমতায় সিরিজ ভাগ করে নিতে হয়েছে উভয় দলকে।

সফরকারী জিম্বাবুয়ে বিপক্ষে চার ম্যাচ টি-টোয়ন্টি সিরিজে প্রথম দুইটি অভিষেক শুভাগত হোম ও নুরুল হাসান সোহানের যদিও কিছুটা আশা জাগিয়ে ছিলেন মাশরাফি বাহিনী। কিন্তু পরের দুটি ম্যাচ নিঃসন্দেহে হতাশর পরিচয় দিয়েছেন অভিষিক আরো চার টাইগার।

প্রথম দুই ম্যাচে যদি আশা জাগে, তবে বোধ হয় ভূতটা তাড়াতে পারল বাংলাদেশ, পরের দুটো ম্যাচে বিশাল ব্যবধানে সফরকারীদের কাছে হার মানতে হায়েছে স্বগাতিকদের। বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজ শুরু আগেই বলে ছিলেন বাংলাদেশের কোচ-অধিনায়ক এটি পরীক্ষা-নিরীক্ষার সিরিজ।

প্রথম দুই ম্যাচে অভিষেক হয় শুভাগত হোম ও নুরুল হাসান সোহানের। ২-০ তে এগিয়ে থেকে সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেকের জন্য ডাক পরে মোসাদ্দেক হোসেন, বাঁহাতি পেসার আবু হায়দার, মোহাম্মদ শহীদ এবং অল রাউন্ডার মুক্তার আলীর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শুভাগত হোম ও ‘লোকাল বয়’ নুরুল হাসানের অভিষেক শুভ হলেও মোসাদ্দেক হোসেন, বাঁহাতি পেসার আবু হায়দার, মোহাম্মদ শহীদ এবং অল রাউন্ডার মুক্তার আলীর অভিষেকটা শুভ হয়ে উঠেনি।
২২ জানুয়ারি.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে