শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৮:০০:০৫

অবসরের চিন্তা নেই রোনালদিনহোর

 অবসরের চিন্তা নেই রোনালদিনহোর

স্পোর্টস ডেস্ক: ফ্লুমিনেসে ছেড়ে দেয়ার পর থেকে ক্লাবহীন দিন কাটালেও অবসরের চিন্তা নেই ব্রাজিলীয়ান ফুটবল তারকা রোনালদিনহো।

গত সেপ্টেম্বরে সমঝোতার মাধ্যমে ফ্লুমিনেসের সঙ্গে চুক্তি বাতিল করে নেন তিনি। এর পর থেকে ক্লাবহীন আছেন রোনালদো।

সম্প্রতি ফ্লোরিডা কাপে শাখতার দোনেৎস্ক ও ইন্তারনাসিওনালের বিপক্ষে বদলি হেসেবে মাঠে নামেন তিনি। ইন্তারনাসিওনালের কাছে গত বুধবার রোনালদিনিয়োর দল ১-০ গোলে হারে। ম্যাচ শেষে রোনালদিনহো জানান, তিনি আরও কিছু দিন খেলবেন। এখনই অবসরে যাচ্ছেন না।

২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে