শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৮:১১:০৮

ভরাক্রান্ত মনে হতাশ হয়ে যা বললেন মাশরাফি

ভরাক্রান্ত মনে হতাশ হয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে  চার ম্যাচ সিরিজে সমতায় থেকে সিরিজ শেষ করলো স্বাগতিক বাংলাদেশ।

শুরুতে দারুণ ফর্মে থাকলেও শেষ দু’ম্যাচে ব্যর্থতার পরিচয় দেয় টাইগাররা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, ‘কিছু জায়গায়  ভালো হলেও কিছু জায়গায় আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। আমার মনে হয় এশিয়া কাপের আগে বড় চ্যালেঞ্জ থাকবে এটাই। এখনও ৩-৪ সপ্তাহ সময় আছে এগুলো ঠিক করার। টি-টোয়েন্টি ফরম্যাটে হয়তো সবদিন সবকিছু ঠিক হবে না, কিন্তু বেশির ভাগ দিনই যেন আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, সেভাবে কাজ করতে হবে।’

মাশরাফি আরো বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা যাই থাকুক, দিনশেষে আজ ম্যাচ জেতাই ছিল উদ্দেশ্য। শেষ দুটি ম্যাচ আমরা ভালো বোলিং করতে পারিনি। ব্যাটিংয়ে কিছু জায়গায় ভালো করেছি। তবে ভারসাম্য ব্যাটিং আমরা দাঁড় করাতে পারিনি। একইভাবে বোলিংও ভালো ছিল না।’

প্রতিপক্ষের বড় স্কোর তাড়া করার ব্যাপারে মাশরাফি বলেন, ‘ ব্যাটসম্যানরা ওভারএক্সাইটেড হওয়াতে সবচেয়ে বেশি সমস্যা হয়ে গেছে। উইকেট যত ভালোই হোক শুরুতে গিয়ে একটু সেট না হয় মারা কঠিন। সবাই দ্রুত শট খেলেছে। তারপরও রিয়াদ খুব ভালো ব্যাট করেছে। আমরা কাছেও গিয়েছিলাম। যদি উইকেট থাকত বা ১৫-১৬ রান দরকার হতো শেষ ওভারে, একজন ব্যাটসম্যান থাকলে হয়তো কাজ হতো।’

২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে