স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ সিরিজে সমতায় থেকে সিরিজ শেষ করলো স্বাগতিক বাংলাদেশ।
শুরুতে দারুণ ফর্মে থাকলে শেষ দু’ম্যাচে ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, ‘ব্যাটসম্যানরা ওভারএক্সাইটেড হওয়াতে সবচেয়ে বেশি সমস্যা হয়ে গেছে। উইকেট যত ভালোই হোক শুরুতে গিয়ে একটু সেট না হয় মারা কঠিন। সবাই দ্রুত শট খেলেছে। তারপরও রিয়াদ খুব ভালো ব্যাট করেছে। আমরা কাছেও গিয়েছিলাম। যদি উইকেট থাকত বা ১৫-১৬ রান দরকার হতো শেষ ওভারে, একজন ব্যাটসম্যান থাকলে হয়তো কাজ হতো।’
মাশরাফি আরো বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা যাই থাকুক, দিনশেষে আজ ম্যাচ জেতাই ছিল উদ্দেশ্য। শেষ দুটি ম্যাচ আমরা ভালো বোলিং করতে পারিনি। ব্যাটিংয়ে কিছু জায়গায় ভালো করেছি। তবে ভারসাম্য ব্যাটিং আমরা দাঁড় করাতে পারিনি। একইভাবে বোলিংও ভালো ছিল না।’
২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর