শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৮:২৬:৩৪

টাইগারদের সিরিজ জয়ের স্বপ্ন ভেঙে দিল যারা

টাইগারদের সিরিজ জয়ের স্বপ্ন ভেঙে দিল যারা

স্পোর্টস ডেস্ক: আফগানদের কাছে নাকানিচুবানি খেয়ে বাংলাদেশে এসেছে কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছে। টাইগারদের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২-২ সমতায় দিয়ে সিরিজে ভাগ্য বসায়। টুর্ণামেন্ট শুরুর দিয়ে বাংলাদেশ যেভাবে এগিয়ে গিয়েছিল তাতে অনেকই মনে করে নিয়েছে নিশ্চিত সিরিজ জিতবে টাইগাররা। কিন্তু তা আর হয়ে উঠেনি। সেই তৃতীয় ম্যাচ থেকে টাইগারদের ধাক্কা আর পেরে উঠতে পারল না অধিনায়ক মাশরাফি।

সিরিজের প্রথম দুই ম্যাচে যেভাবে আশা জাগিয়েছেন টাইগাররা। তৃতীয় ম্যাচে নয়া চার টাইগার মোসাদ্দেক হোসেন, বাঁহাতি পেসার আবু হায়দার, মোহাম্মদ শহীদ এবং অল রাউন্ডার মুক্তার আলীর অভিষেকের জন্য সিরিজ নিশ্চিত করতে পারলো না বাংলাদেশ। যদিও আশা মাশরাফিরা বাঁচিয়ে রেখেছিল চতুর্থ ও শেষ ম্যাচে সিরিজ জয় করে নেবে।  কিন্তু হয়ে উঠেনি। জিম্বাুবুয়ের বোলারদের বিষপাম্পে ধ্বংসে হয়ে যায় টাইগারদের ব্যাটিং লাইন আপ।

জিম্বাবুয়ের ১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ ওভারের বেশি তা স্থায়ী হয়নি বাংলাদেশের ওপেনিং জুটির। ১.২ ওভারে দলীয় ১২ রানে মাদজিবার বলে আউট হয়েছেন ওপেনার সৌম্য সরকার। আউট হওয়ার আগে ১ চার ও ১ ছক্কায় ৭ বলে তিনি ১১ রান করেছেন। এরপর টপ অর্ডার ব্যাটসম্যানরা কেবল আসা-যাওয়ার মিছিল করেছেন।

পরে একই ওভারের শেষ বলে আরেক ওপেনার তামিম ইকবাল বোল্ড হয়েছেন ১ রানে। পরের ওভারের প্রথম বলেই চিসিরোর বলে ১ রানে আউট হয়েছেন সাব্বির রহমান। ৩ বল পরেই ৪ রানে বোল্ড হয়েছেন সাকিব আল হাসান। তখন ২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৭ রান। ১৭ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহর জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রতিরোধ স্থায়ী হয়নি। দলীয় ৫৩ রানে ইমরুল কায়েস ব্যক্তিগত ১৮ রানে সিকান্দার রাজার বলে আউট হন।

৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ আশা জাগিয়েছিল নবাগত নুরুল হাসান ও মাহমুদুল্লাহর ব্যাটে। কিন্তু ১৩.২ ওভারে ১৫ রানে সিকান্দার রাজার বলে নুরুল হাসান আউট হয়ে যান, দলের সংগ্রহ তখন ৬ উইকেটে ১১০ রান। তবে ইনিংসের শেষদিকে আবার মাশরাফির মারমুখী ব্যাটিংয়ে জয়ের ক্ষীণ আশা জেগে ওঠে। কিন্তু ১৫.৫ ওভারে ১৩৪ রানে মাহমুদুল্লাহ সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে গেলে পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। মাহমুদুল্লাহ চিসিরোর বলে বোল্ড হওয়ার আগে ৪১ বলে ৫৪ রান করেন। ৫ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি।

পরে ১৭.১ ওভারে দলীয় ১৩৮ রানে আউট হয়ে যান অধিনায়ক মাশরাফিও, জোঙ্গউই-এর বলে আউট হওয়ার আগে ১ চার ও ২ ছক্কায় ১২ বলে ২২ রান করেছেন তিনি। এছাড়া পেসার আবু হায়দার রনি ১০ বলে ১৪ ও স্পিনার আরাফাত সানি ৫ বলে ১০ রান করে আউট হয়েছেন। ১৯ ওভারে ১৬২ রান সংগ্রহ বাংলাদেশকে অলআউট করে দিয়ে জিম্বাবুয়ে বোলাররা টাইগারদের সিরিজ জয়ের স্বপ্ন মাটি করে দেন।
২২ জানুয়ারি.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে