শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৮:৫১:২৭

মাশরাফি বাহিনীর এমন হার কেউ কল্পনাও করেনি

মাশরাফি বাহিনীর এমন হার কেউ কল্পনাও করেনি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ওভারেই ভুসি সিবান্দাকে ফিরিয়ে দেন মাশরাফি।এতে খেলার মাঠের দর্শকরা ব্যাপক উৎসাহে মেতে উঠে। কিন্তু সেই বীরত্ব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।

কিন্তু আবু হায়দারের দ্বিতীয় ওভারে পরপর দুই বলে মুতুম্বামির ক্যাচ হাতছাড়া করে সেই সূচনাকে পানিতে ফেলে দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। দুর্দান্ত ফর্মে থাকা জিম্বাবুয়ের টপ অর্ডার কি আর সেই সুযোগ হাতছাড়া করে?

শেষ দিকে তাই কোনো রকম ঝড়ঝাপটা তুলতে না পারলেও ঠিকই ১৮০ রান করে ফেলেছে সফরকারীরা।

বল হাতে আজ বাংলাদেশের বোলাররা ছিলেন ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’ মুডে। সবাই মিলেই বাজে বল করেছেন, রান দিয়েছেন। ফিল্ডাররাও ক্যাচ ফেলেছেন।

গত বছরের শেষ দিকের পুনরাবৃত্তি হলো আবারও। সেবারও ওয়ানডেতে জিম্বাবুয়েকে ধবলধোলাই করার পর ড্র করেছিল টি-টোয়েন্টি সিরিজটি।এটা ক্রিকেটমোদীদের দারুণভাবে হতাশ করেছে। কেননা, মাশরাফি বাহিনীর এই হার কেউ কল্পনাও করেনি।

২২ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে