শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৯:০১:৪২

কোটি ভক্তের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল টাইগাররা

কোটি ভক্তের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল টাইগাররা

আরিফুর রাজু : সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি২০ সিরিজে সমতায় থেকে সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিক বাংলাদেশকে।

সিরিজের শুরুতে দারুণ ফর্মে থাকলেও শেষ দুই ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিশাল ব্যবধানে হারতে হায়েছে স্বাগতিকদের।

বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজ শুরু আগেই কোচ চন্ডিকার হাতুরি সিংহ  ও অধিনায়ক বলেছিলেন এটি পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। এ সিরিজ দিয়ে খেলোয়াড়দে পরিক্ষা-নিরীক্ষা করা হবে।

তাই সিরিজের প্রথম দুই ম্যাচে অভিষেক হয় শুভাগত হোম ও নুরুল হাসান সোহানের। ২-০ তে এগিয়ে থেকে হাস্যকর এক কান্ড ঘটায় কোচ হাতুরি সিংহ। সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেকের জন্য ডাক পড়ে মোসাদ্দেক হোসেন সৈকত, বাঁহাতি পেসার আবু হায়দার, মোহাম্মদ শহীদ এবং অলরাউন্ডার মুক্তার আলীর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শুভাগত হোম ও ‘লোকাল বয়’ নুরুল হাসানের অভিষেক শুভ হলেও মোসাদ্দেক হোসেন, বাঁহাতি পেসার আবু হায়দার, মোহাম্মদ শহীদ এবং অল রাউন্ডার মুক্তার আলীর অভিষেকটা শুভ হয়ে উঠেনি।

টাইগারদের এমন হারে যেমনটি হতাশ ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ক্রিকেটাররা, ঠিক তেমনি হতাশ বাংলাদেশের লাখো-কোটি ভক্ত-সমর্থক। সম্প্রতি আইসিসির গভেষণা বলছে এদেশের ভক্তদের প্রেরণাই ক্রিকেট এত দূর আসা। তাই সহজেই অনুমেয় টাইগারদের হারে কতটা কষ্ট পেল ভক্তরা।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের হারের পর এক টাইগার ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি লেখেন,  ‘টাইগারদের হারে খুব কষ্ট হচ্ছে। হয়তো জিততে পারতো যদি মুস্তাফিজ-মুশফিক থাকতো।’

তবে পাভেল নামে আরেক ভক্ত এমন হারের পরও টাইগারদের ঘুরে দাঁড়ানোর অনুরোধ জানান।

প্রসঙ্গত, ইনজুরিতে থাকায় সিরিজ তৃতীয় ও চতুর্থ ম্যাচে মাঠে নামানো হয়নি মুস্তাফিজ ও মুশফিককে। কারণ এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বড় ধরণের ঝুঁকিতে পড়তে চায় না বিসিবি। যদিও বিসিবির বিভিন্ন কর্তা মারফত শোনা গিয়েছিলেন দেশের মাটিতে মান সম্মানের শেষ ম্যাচে মাঠে নামনো হবে তাকে। কিন্তু না সে সিদ্ধান্ত নেয়নি বিসিবি। আর অন্যদিকে মুশফিকে রিস্ক মুক্ত রাখতে বিশ্রামে রাখা হয়েছে। এমনকি তাকে অবসরে রাখা হয়নি।

সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ দল:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও আরাফাত সানী।

২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে