শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৯:০৬:৩৬

আজ টাইগারদের সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে যে খেলোয়াড়

আজ টাইগারদের সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে যে খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : আজ মাশরাফি বাহিনীকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। তাঁর অনন্য ভূমিকায় মাশরাফিদের হারতে হয়েছে।

আজ খেলার মাঠে মাসাকাদজা ছিলেন একেবারেই অন্যরকম।৫৮ বলে ৯৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন তিনি।৭ রানের জন্য প্রথম জিম্বাবুইয়ান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতে না পারলেও বাংলাদেশের সর্বনাশ করে দিয়েছেন।

তাকে কোনোভাবেই দমাতে পারছিল না মাশরাফিরা। আর তাকে ৩২ ও ৩৬ রান করে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন রিচমন্ড মুতুম্বামি ও ম্যালকম ওয়ালার। তাতেই ১৮০ রান তুলেছে জিম্বাবুয়ে।
২২ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে