স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে অভিষিক্ত চার ক্রিকেটারসহ দলে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিলেন স্বাগতিক বাংলাদেশ। আর সেই ম্যাচেই জয় পেয়ে সিরিজে সমতা আনার সম্ভাবনা তৈরি করেছিল তারা। শেষ ম্যাচে বাংলাদেশকে ১৮ রানে হারিয়ে সেই সম্ভাবনাই বাস্তবে পরিণত করেছে জিম্বাবুয়ে। ২-২ ব্যবধানে সিরিজ শেষ করে সিরিজ সেরা নিবাচিত হয়েছেন জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা।
এই সিরিজের শুরু থেকে দারুন ব্যাটিং করেছেন মাসাকাদজা। শুক্রবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে বাংলাদেশকে ১৮ রানে হারায় স্প্রিং বকরা। সফরকারী দল ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করে স্বাগতিক দলকে হারিয়ে দেয়। এদিন ব্যাট হাতে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা পুরস্কার জিতে নিয়েছেন তিনি। ম্যাচসেরার পুরস্কারের পাশাপাশি পেয়েছেন এক হাজার ডলার। শুধু ম্যাচ সেরার পুরস্কারই না, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাসাকাদজা।
২২ জানুয়ারি.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস