স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে হেরে চরম হতাশ টাইগার দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্রীড়া বিশেষজ্ঞরাদের মতে কোচ চন্ডিকা হাতুরি সিংহের পরিক্ষা-নিরীক্ষার বলি হতে হয়েছে মাশরাফিকে।
শেষ ম্যাচে হেরে হতাশ হলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এই টাইগার অধিনায়ক। বলেন, ‘কিছু জায়গায় ভালো হলেও কিছু জায়গায় আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। আমার মনে হয় এশিয়া কাপের আগে বড় চ্যালেঞ্জ থাকবে এটাই। এখনও ৩-৪ সপ্তাহ সময় আছে এগুলো ঠিক করার। টি-টোয়েন্টি ফরম্যাটে হয়তো সবদিন সবকিছু ঠিক হবে না, কিন্তু বেশির ভাগ দিনই যেন আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, সেভাবে কাজ করতে হবে।’
২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর