স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ সিরিজের শুরুতে দারুণ ফর্মে থাকলেও শেষ দু’ম্যাচে ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। সফরকারীদের কাছে শেষ দু’ম্যাচে লজ্জা জনকভাবে হারে হাতুরি সিংহের শিষ্যরা।
তবে শেষ দু’ম্যাচে বাংলাদেশ দলেরও ওপর পেসার মুস্তাফিজের অনুপস্থিতিটা ব্যাপক প্রভাব ফেলে। তাই ঘুরে ফিরে ম্যাচ শেষে তাকে নিয়ে মুখ খুললেন অধিনায়ক মাশরাফি।
শুক্রবার সিরিজের শেষ ম্যাচে ১৮ রানে হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘মুস্তাফিজ সব মিলিয়েই বাংলাদেশের সেরা বোলার। বিশ্বেরই সেরাদের একজন সে। তবে এই সিরিজে যারা নতুন খেলেছেন, তাদের মধ্যে রনিই ভালো।’
অনেকে মনে করেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) তাক লাগানো রনিই মুস্তাফিজের বিকল্প। কিন্তু তাতে দ্বিমত মাশরাফি। তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘মুস্তাফিজের সঙ্গে রনির তুলনা চলবে না।’
পুরো সিরিজ জুড়ে দুই ম্যাচে সুযোগ পাওয়া রনির মধ্যে ‘মুস্তাফিজ’ সুলভ পারফরম্যান্সও লক্ষ করা যায়নি। শেষ ম্যাচে তুলে নিয়েছেন একটি উইকেট। চার ওভার বোলিংয়ে খরচ করেছেন ৩৩ রান। তাই এবারেও সে কথাটাই মনে করিয়ে দিচ্ছেন অধিনায়ক।
প্রসঙ্গত, ইনজুরিতে থাকায় সিরিজ তৃতীয় ও চতুর্থ ম্যাচে মাঠে নামানো হয়নি মুস্তাফিজকে কারণ এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বড় ধরণের ঝুঁকিতে পড়তে চায় না বিসিবি।
২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর