স্পোর্র্টস ডেস্ক: এশিয়া কাপের আগেই টাইগারদের ভুলগুলো ঠিক করে নেয়ার চ্যালেঞ্জ নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি মাশরাফির দল। প্রথম দুই ম্যাচ জিতেও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে স্বাগতিকরা।
শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, এশিয়া কাপের আগে টি-টোয়েন্টিতে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করবেন তারা। তিনি বলেন, ‘কিছু জায়গা অবশ্যই ভালো হয়েছে। কেউ কেউ ভালো করেছে। আবার কিছু ব্যাপার আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। আমার মনে হয়, এশিয়া কাপের আগে বড় চ্যালেঞ্জ থাকবে এটাই।
২২ জানুয়ারি.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস