স্পোর্টস ডেস্ক: শেষ দুই ম্যাচের দলে মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন থাকলে ফল অন্যরকম হতে পারত বলে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ ও আল আমিন।
শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাশরাফির সহজ স্বীকারোক্তি,‘ দলের সেরা দুই পেসার থাকলে সিরিজ ড্র নাও হতে পারত।’“মুস্তাফিজ সব মিলিয়েই বাংলাদেশের সেরা পারফরমার। এছাড়া আল আমিনও দারুণ ফর্মে। দুজন থাকলে সিরিজের চিত্র হয়ত অন্যরকম হতে পারত।”
তবে দুই পেসারকে বিশ্রাম দেয়া যে যুক্তি সঙ্গত। বলেন,
“ওদেরকে কেন বিশ্রাম দেওয়া হয়েছে, সেটাও মানে রাখতে হবে। ওদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে এজন্যই যেন ওরা আরও ভালোভাবে ফিট হয়ে আসুক শারীরিক ভাবে। আরও চনমনে হয়ে
২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর