শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ১০:২৪:২৯

‘ধোনির হাত থেকে নেতৃত্ব সরিয়ে নেয়া উচিত’

‘ধোনির হাত থেকে নেতৃত্ব সরিয়ে নেয়া উচিত’

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া বিপক্ষে টানা ম্যাচ ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি ক্রিকেটে ধোনির হাতে নেতৃত্ব রেখে দেওয়া ঠিক হবে না বলে মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার মহিন্দর অমরনাথ ও এরাপল্লি। তাই ধোনিকে সরিয়ে টেস্টের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট কোহলির  হাতে অধিনায়ক তুলে দিতে বলে এই দুই সাবেক।  

এর আগে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর ধোনিকে সরিয়ে এখনই কোহলির হাতে নেতৃত্ব তুলে দিতে বলেছিলেন এই দুইজন।

এবার অজিদের কাছে ভারতীয় ক্রিকেট দল হারায় এরা বলেন, ‘আমার মনে হয় ধোনিকে সরিয়ে এখনই তিন ফরম্যাটে কোহলির হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত। ধোনির বয়স এখন ৩৪। নেতৃত্ব পরিবর্তন আনতে হবে। সেটা এখনই নয় কেন?’
অমরনাথ বলেন, ধোনির পারফরম্যান্সে আমি হতাশ। নিয়মিত না-খেললে পারফরম্যান্স খারাপ হবেই। অমরনাথের সুর কপিল দবে ও সুনীল গাভাস্করের গলাতেও। ধোনির নেতৃত্ব ভারত বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারে। তার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজে প্রথম চার ম্যাচে পর্যুদস্ত টিম ইন্ডিয়া।  
 ২২ জানুয়ারি.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে