স্পোর্টস ডেস্ক: আফগানদের কাছে নাকানিচুবানি খেয়ে বাংলাদেশে এসেছে কিছুটা স্বস্তি খুঁজে পেয়ে ছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক চিগম্বুরা। টাইগারদের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২-২ সমতায় দিয়ে সিরিজে ভাগ বসায় তিনি। টুর্ণামেন্টের প্রথম দুই ম্যাচে হারলও পরে দুইটি ম্যাচে জয় তুলে বিশাল ব্যবধানে। ফলে চার ম্যাচ সিরিজটি ড্র হয়। এই জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই জিম্বাবুয়ে শিবিরে পালা বদলের সুর। তিন ফরম্যাটের ক্রিকেটেরই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জিম্বাবুয়ের দলপতি এল্টন চিগম্বুরা। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ।
২০১১ সালের জুন মাসে চিগম্বুরাকে সরিয়ে ব্রেন্ডান টেলরকে দায়িত্ব দেয় জিম্বাবুয়ে। এরপর ২০১৪ সালের জুলাই মাসে তিনি সীমিত ওভারের অধিনায়কের দায়িত্ব পান। তখন অবশ্য টেলর ওয়ানডে ও টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন। তবে ২০১৫ বিশ্বকাপ খেলার পরই অবসর ঘোষণা দেন টেলর। তার অবসরের পর দ্বিতীয় মেয়াদে তিন ফরম্যাটেরই অধিনায়ক হন চিগম্বুরা।
২২ জানুয়ারি.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস