স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ সিরিজের শুরুতে দারুণ ফর্মে থাকলেও শেষ দু’ম্যাচে ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। সফরকারীদের কাছে শেষ দু’ম্যাচে লজ্জা জনকভাবে হারে হাতুরি সিংহের শিষ্যরা।
জিম্বাবুয়ের বিপক্ষে খেলা শেষ হলেও শিগগিরই ঢাকায় ফিরছেন না মাশরাফি বাহিনী। আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণের জন্য চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত অনুশীলন করবে মাশরাফি বিন মুর্তজার দল।
তবে কালই(শনিবার) অনুশীলনে নামছে না বাংলাদেশ। একদিন বিশ্রামের পর রবিবার থেকে শুরু হবে দলের মিশন।
খুলনা ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি গণমাধ্যমকে জানান, ‘এখনো অনুশীলনের কর্মসূচি তাদের হাতে পৌঁছায়নি। তবে, রবিবার থেকে শিডিউল অনুযায়ী খুলনার এই মাঠেই সপ্তাহব্যাপী অনুশীলন শুরুর সম্ভাবনা রয়েছে।
২২, জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর