শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ১১:০৯:৪০

এদিন আফ্রিদি ছাড়া পাক বোলারদের প্রতি অবিচার করেন কোরি

এদিন আফ্রিদি ছাড়া পাক বোলারদের প্রতি অবিচার করেন কোরি

স্পোর্টস ডেস্ক: শুক্রবার ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসনের ব্যাটিং ঝড়ে উড়ে গেল পাকিস্তান।

মার্টিন গাপটিল ও অ্যান্ডারসনের ব্যাটিং তান্ডবে দিশেহারা হয়ে যায় পাক বোলাররা। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে নিউজিল্যান্ড।  ৪২ বলে চারটি ছক্কা এবং ৬টি চারের সাহায্যে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোরি। তাছাড়াও ১৯ বলে ৪২ রান করেন গাপটিল। ৩৩ রান করেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে এদিন শহীদ আফ্রিদি ছাড়া পাকিস্তানি প্রত্যেক বোলারদের প্রতি নির্মম অবিচার করেন অ্যান্ডারসন কোরি।
 
এদিন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা পাক বোলার  আনোয়ার আলীর ৩ ওভারে ৩১, মোহাম্মদ আমিরের ৪ ওভারে ৩৫, ইমাদ ওয়াসিমের ৪  ওভারে ৪২, ওয়াব রিয়াজের ৪ ওভারে ৪৩, শহীদ আফ্রিদির ৪ ওভারে ২৭ রান কেড়ে নিয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে ১৬.১ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। মাত্র দুই পাক ব্যাটসম্যান দুই অংকের রানে পৌঁছন। সর্বোচ্চ ৪১ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহেমেদ। ১৪ রান করেন শোয়েব মালিক। বাকিরা কেউ দুই সংখ্যার রানে পৌঁছতে পারেননি। ম্যাচ সিরিজ (৩-১) জিতে নেয় নিউজিল্যান্ড। ম্যাচ সেরা অ্যান্ডারসন কোরি।
২২ জানুয়ারি.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে