স্পোর্টস ডেস্ক: পাঁচবারের বর্ষসেরা আর্জেন্টিনার রাজপুত্র লিওলেন মেসিকে কেনার সামর্থ্য রিয়াল মাদ্রিদেরও আছে। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে তার মতো একজন খেলোয়াড় কখনই বিক্রি করবে না বার্সেলোনা। যদিও ফুটবল-অবজারভেটরি ডট কমের প্রকাশ করা সবশেষ মূল্য অনুযায়ী দলবদলের বাজারে মেসির দাম ২৫ কোটি ১০ লাখ ইউরো। তারপরও বার্সাকে ছেড়ে যাচ্ছেন না মেসি।
কারণ কাতালুনিয়ার এই ক্লাবটির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ আছে ২০১৯ সাল পর্যন্ত। তবে বিশ্বের অন্যতম দামি এই খেলোয়াড়কে নেওয়ার সামর্থ্য যে গুটি কয়েক ক্লাবের আছে তাদের মধ্যে একটি আবু ধাবির ধনকুবের শেখ মনসুরের ক্লাব ম্যানচেস্টার সিটি।
তাই তো আর্জেন্টিনা জাতীয় দল সতীর্থ সের্হিও আগুয়েরোর নিজের ক্লাবে নিতে চান মেসি। শুনা যাচ্ছে এই জন্য মেসিকে কিছু দিন ধরে লোভনী প্রস্তাব দিয়েছেন আগুয়েরো।
২২ জানুয়ারি.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস