স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চার ম্যাচে তার দু’টি শতরান, দু’টি অর্ধশতরান। তবুও দল জিততে পারেনি। একদিনের সিরিজ খুইয়ে ভারতীয় দলের মানসিক অবস্থা স্বাভাবিকভাবেই তলানিতে। বিরাট কোহলি অবশ্য সেকথা মানতে নারাজ। পাশাপাশি নিজেকেও সেই তালিকায় রাখছেন না।
যে কোনও মতে সিডনিতে জয় ছিনিয়ে শেষটা অন্তত ভাল করতে চান। তবে পারফর্ম করার পরেও দল ম্যাচ হেরে যাওয়ায় তিনি কিছুটা হতাশ। সাংবাদিক–সম্মেলনে এসে কোহলি বলেন, ‘ভাল খেলার পর দল জিততে না পারলে খুব খারাপ লাগে। আমি এখনও সেই ক্লাব ক্রিকেটারের মতো, যে প্রত্যেকটা ম্যাচ জিততে চায়।’
দল মানসিকভাবে বিধ্বস্ত সেই তত্ত্ব উড়িয়ে দিয়ে বলেন, ‘প্রত্যেকেই যে কোনও উপায়ে এই ম্যাচ জিততে বদ্ধপরিকর। যদি আমরা মানসিকভাবে ভেঙে পড়তাম, তা হলে কোনওভাবেই লড়াই করতে পারতাম না। রান তাড়া করার ক্ষেত্রেও আমরা যথেষ্টই স্মার্ট। যদিও গত ম্যাচে ফলাফল অন্যরকম হয়েছে, সেটা অন্য ব্যাপার। তবে একটা বিষয় মানতেই হবে, অস্ট্রেলিয়া শক্তিশালী দল এবং আমাদের তুলনায় এই পরিবেশের সঙ্গে অনেক বেশি পরিচিত। ঘরের মাঠে ওরা ১৮ ম্যাচে অপরাজিত। ফলে ম্যাচ জিততে আমাদের শুধু একটু অভিজ্ঞতা দরকার।’
গত ম্যাচে হাতে চোট পাওয়া রাহানে খেলতে পারবেন না। পরিবর্তে মণীশ পান্ডের প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রবল। কোহলির কথায়, ‘দু’সপ্তাহ আগে আমরা এখানে এসেছি। প্রত্যেকেই যথাসাধ্য চেষ্টা করছে। এই অভিজ্ঞতা ভবিষ্যৎ সফরে আমাদের কাজে আসবে। আমাদের হাতে শেষ একদিনের ম্যাচ ছাড়াও তিনটে টি–২০ রয়েছে। একদিনের সিরিজের ফয়সালা হয়ে গেলেও এই চারটি ম্যাচ জিততে পারলে ইতিবাচক অনেক কিছু নিয়ে ফিরতে পারব।’
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি