স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার লক্ষ্য ভারতকে হোয়াইটওয়াশ করানো। শুক্রবার সাংবাদিক–সম্মেলনে এসে সেকথা স্বীকার করে নিয়েছেন অসি অধিনায়ক। স্টিভ স্মিথের কথায়, ‘আমাদের লক্ষ্য ৫–০। একদিনের সিরিজে দল দুর্দান্ত পারফর্ম করছে। বিশেষ করে ক্যানবেরায় যেভাবে চাপের মুখেও ম্যাচ বের করে নেওয়া গেছিল সেটা অসাধারণ। এই ছন্দটা ধরে রাখতে চাই।’
কোচ ড্যারেন লেম্যান অবশ্য বলছেন, ‘সিরিজ ৫–০ হোক বা ৪–১ সেটা গুরুত্বপূর্ণ নয়। কথা হচ্ছে, তুমি যখন অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামছ তখন প্রত্যেক ম্যাচই জিততে হবে।’ শনিবারের ম্যাচ জিততে ভারতীয় মিডল অর্ডারের অনভিজ্ঞতাকেই যে কাজে লাগাতে চাইছে অস্ট্রেলিয়া, সেকথা স্বীকার করে নিয়েছেন স্মিথ।
তিনি বলেন, ‘এই সিরিজেই বেশ কয়েকজন তরুণের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। সুতরাং শুরুতে কয়েকটা উইকেট তুলে নিতে পারলেই ওদের মিডল অর্ডারকে চাপে ফেলে দেওয়া যাবে। তা হলেই অর্ধেক কাজ হয়ে যাবে।’
মানুকা ওভালের জয় অসি–শিবিরকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। আপাতত শেষ একদিনের ম্যাচ জিতে বিশ্বকাপের প্রস্তুতির জন্য টি–২০ সিরিজে মনোনিবেশ করার পরিকল্পনার কথাও শুনিয়ে গেলেন স্মিথ।
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি