স্পোর্টস ডেস্ক: বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপাটা উৎসর্গ করলো গত বছর ভয়াবহ ভূমিকম্পে নিহতদের উৎসর্গ করলেন নেপাল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নেপাল কোচ বালগোপাল মহারজন বলেন, ‘এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ঢাকায় এসেছিলামএসএ গেমসের প্রস্তুতি নিতে। পরে যশোরে নেমে গ্রুপ দেখে মনে হলো সেমিফাইনাল খেলা উচিত আমাদের। সে থেকে সেমিফাইনালই ছিল আমাদের প্রাথমিক লক্ষ্য। লক্ষ্যটা অর্জন করে ফেলার পর যখন ফাইনালে পৌঁছলাম, আমরা আলোচনা করেছি শিরোপার এতো কাছে এসে খালি হাতে দেশে ফিরবো না।’
তিনি আরো বলেন, `২৩ বছর পর শিরোপাটি ২০১৫ সালের এপ্রিলে ভয়াবহ ভূমিকম্পে নিহত নেপালিদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি। আর আশা করি এই সাফল্য নেপাল ফুটবলের নতুন দিগন্ত উন্মোচনের সহায়ক হবে।`
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিয়েলন। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকলাখ পরিবার।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর