শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১২:২৩:৫৫

যদিও এই সফর খুব কঠিন কিন্তু সব কিছুই সম্ভব: রোনালদো

যদিও এই সফর খুব কঠিন কিন্তু সব কিছুই সম্ভব: রোনালদো

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছেন, কাতারই তার শেষ বিশ্বকাপ। আর্জেন্টাইন মহাতারকার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপের বল গড়ানোর দিনকয়েক আগেই নিজের ভবিষ্যৎ নিয়ে পূর্বাভাস দিলেন। 

জানিয়ে দিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। রোনালদোর বয়স এখন ৩৭। পরের বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪১। সেই বয়সে বিশ্বকাপ ফুটবল খেলা সম্ভব নয়। রোনালদো জানান, “আমি আরও দু-তিন বছর খেলতে চাই। চল্লিশ বছর বয়সে আমি শেষ করতে চাই কেরিয়ার। আমার মনে হয় অবসর নেওয়ার ক্ষেত্রে চল্লিশ বছর বয়স ঠিক।”

পর্তুগিজ মহাতারকা আরও বলেন, “ভবিষ্যতের কথা কে বলতে পারে? মানুষ জীবনে একরকম পরিকল্পনা করে হয় অন্যরকম। একথা আমি বহুবার বলেছি। জীবন গতিশীল। কী হবে কেউ জানে না ভবিষ্যতে।” কাতারে পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদো। বিশ্বকাপে পর্তুগালের সম্ভাবনা নিয়ে রোনালদো আশাবাদী। 

তিনি বলেছেন, “বিশ্বকাপের দিকেই আমার ফোকাস। এটাই সম্ভবত আমার শেষ বিশ্বকাপ। আমার পঞ্চম বিশ্বকাপ। বিশ্বকাপের পরে কী হবে আমি বলতে পারব না। আমার পক্ষে এখনই তা বলা সম্ভব নয়। কিন্তু আমি আগেও যা বলেছি, এখনও সেই একই কথা বলছি, ভক্তরা আমার হৃদয়ে থাকবে চিরকাল।”

রোনালদো বলেন, “পর্তুগালকে নিয়ে আমি খুবই আশাবাদী। আমাদের কোচ দারুণ। প্রতিভাবান সব ফুটবলার রয়েছে আমাদের দলে। এবারের বিশ্বকাপে আমরা ভাল করব বলেই মনে করি। যদিও খুবই কঠিন এই সফর। কিন্তু সব কিছুই সম্ভব। তবে আমরা লড়াই করবো।”  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে