শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ০১:২৯:১২

রোহিত যুগ শেষ, দুর্দান্ত নেতার সন্ধান দিলেন ভিভিএস লক্ষ্মণ

রোহিত যুগ শেষ, দুর্দান্ত নেতার সন্ধান দিলেন ভিভিএস লক্ষ্মণ

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও, এশিয়া কাপের পর টি-২০ বিশ্বকাপেও মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সঙ্গে তার ফিটনেসও আহামরি নয়। 

তাই কি সবদিক খতিয়ে দেখেই হার্দিক পান্ডিয়ার হাতেই আগামী দিনের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য হার্দিককে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। ভারতীয় দলে রোহিত যুগ শেষ, দুর্দান্ত নেতার সন্ধান দিলেন দলের হেড কোচ ভিভিএস লক্ষ্মণ।

লক্ষ্মণ বলেন, 'হার্দিক একজন দুর্দান্ত নেতা। সে আইপিএলে কী করেছে সেটা তো আমরা সবাই দেখেছি। আয়ার্ল্যান্ডেও আমি ওর সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়েছি। ওর উপস্থিতি ও দায়বদ্ধতা, দুটোই অসাধারণ এবং বাকিদের জন্য উদাহরণও বটে।' 

হার্দিককে 'প্লেয়ার্স ক্যাপ্টেন' হিসাবে ভূষিত করে কোচ বলেন, 'হার্দিক একজন প্লেয়ার্স ক্যাপ্টেন যার কাছে গিয়ে সহজেই নিজের সুবিধা, অসুবিধার কথা বলা যায়। খেলোয়াড়রা ওর থেকে আত্মবিশ্বাস পায়। অধিনায়ক হিসাবে প্রতি মুহূর্তে হার্দিক কিন্তু বাকিদের জন্য উদাহরণ তৈরি করে।'

লক্ষ্মণ বলেন, 'এখানকার মাঠগুলি ছোট, সেটা কিন্তু চিন্তার বিষয় নয়, চিন্তার কারণ হল মাঠের আকৃতি। ওয়েলিংটন বা অকল্যান্ডের মাঠগুলি আর পাঁচটা সাধারণ ক্রিকেট মাঠের মতো নয়। দ্রুত পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে ক্রিকেটে মানিয়ে নেওয়াটা খুব জরুরি। আমি নিশ্চিত দল মানিয়ে নিতে পারবে।'

নতুন শুরুর লক্ষ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই ব্যাাটরদের স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন লক্ষ্মণ। সাংবাদিক সম্মেলনে তিনি যোগ করেন, 'টি-২০ ক্রিকেট নির্ভীকভাবে, স্বাধীন মনে খেলা উচিত। ম্যানেজমেন্ট এবং অধিনায়কের তরফে ওদের একটাই বার্তা দেওয়া হয়েছে যে ওরা যেন নির্ভীকভাবে নিজের খেলাটা খেলে।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে