রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ০৭:৩৪:০১

যে ১০টি দেশের ফুটবল বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী

যে ১০টি দেশের ফুটবল বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী

স্পোর্টস ডেস্ক: আজ থেকে যুদ্ধ শুরু ৩২ টিমের। কাতারে জড়ো হওয়া এই ৩২ টিমের মধ্যে কোন টিম সবচেয়ে দামি? কোন দেশের ফুটবল বোর্ড সবচেয়ে ধনী? এই নিয়ে চর্চা করে ফেলেছে সিআইইএস ফুটবল অবজার্ভেটরি। 

তাদের বিচারে কাতার বিশ্বকাপের সবচেয়ে দামি ইংল্যান্ড ফুটবল বোর্ড। এই দরের হিসাব করা হয়েছে ফুটবলারদের ট্রান্সফার মূল্যের নিরিখে। তাতে দেখা গিয়েছে, ইংল্যান্ডের ফুটবলারদের ট্রান্সফার মূল্য সবচেয়ে বেশি। আর ট্রান্সফার মূল্যের বিচারে সবচেয়ে কম দামি টিম কোস্তারিকা। তারা এমনকি ৩১ নম্বরে থাকা কাতারেরও পিছনে।

যে ১০টি দেশের ফুটবল বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী, তার প্রথম দশে প্রায় সব নামী টিম। আর্জেন্তিনা অবশ্য আছে আট নম্বরে। আর্জেন্তিনার সবেচেয়ে দামি ফুটবলার মেসি নন, ইন্তার মিলানের লাউতারো মার্তিনেস। ইংল্যান্ড টিমে তারকার ছড়াছড়ি। জ্যাক গ্রিয়ালিশকে বিশাল অঙ্কে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবু ইংল্যান্ড টিমের সবচেয়ে দামি জুড বেলিংহ্যাম। 

বরুসিয়া ডর্টমুন্ড এই উঠতি তারকাকে বার্মিংহ্যাম থেকে সই করিয়েছিল ১৭ কোটি ৬৯ লক্ষ পাউন্ডে। উরুগুয়ের সবচেয়ে দামি যেমন রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো বালবের্দে। বেলজিয়ামের এই টিমে সবচেয়ে বেশি ট্রান্সফার মূল্যের নজির এখনও ধরে রেখেছেন থিবৌ কুর্তোয়া। জেনে নিন দেশ, মোট দর ও সবচেয়ে দামি ফুটবলার।

ইংল্যান্ড: ১৩০.৫ কোটি পাউন্ড - জুড বেলিংহ্যাম (১৭ কোটি ৬৯ লক্ষ পাউন্ড)। ব্রাজিল : ১২৭.৫ কোটি পাউন্ড - ভিনিসিয়াস জুনিয়র (১৭ কোটি ৬১ লক্ষ পাউন্ড)। ফ্রান্স : ১১৭.১ কোটি পাউন্ড - কিলিয়ান এমবাপে (১৬ কোটি ১৯ লক্ষ পাউন্ড)।

স্পেন : ১০৭.২ কোটি পাউন্ড- পেদ্রি (১৩ কোটি ৮৩ লক্ষ পাউন্ড)। পর্তুগাল: ১০১.১ কোটি পাউন্ড - রুবেন দিয়াস (১০ কোটি ৩৩ লক্ষ পাউন্ড)। জার্মানি: ৮৯ কোটি ২৯ লক্ষ পাউন্ড - জামাল মুসিয়ালা (১৩ কোটি ২২ লক্ষ পাউন্ড)।

নেদারল্যান্ডস: ৬৬ কোটি ১৭ লক্ষ পাউন্ড - ফ্রেঙ্কি দে জং (৯ কোটি ৬৩ লক্ষ পাউন্ড)। আর্জেন্তিনা: ৬৫ কোটি ৪৯ লক্ষ পাউন্ড - লাউতারো মার্তিনেস (৮ কোটি ৬৭ লক্ষ পাউন্ড)। উরুগুয়ে: ৫২ কোটি ৬৬ লক্ষ পাউন্ড - ফেদেরিকো বালবের্দে (১০ কোটি ৭৬ লক্ষ পাউন্ড)। বেলজিয়াম: ৪৯ কোটি ১৯ লক্ষ পাউন্ড - থিবৌ কুর্তোয়া (৫ কোটি ৭৮ লক্ষ পাউন্ড)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে