মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ০৯:২৯:৫৯

হতাশাকে ঝেড়ে ফেলে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টাইন কোচ

হতাশাকে ঝেড়ে ফেলে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের কাছে অবিশ্বাস্যভাবে হেরে কাতার বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা। আজ লিওনেল মেসিদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে সৌদি। মেসির একটি এবং মার্টিনেজের দুটি গোল বাতিল হয়েছে ভার-এর সাহায্যে। স্তব্ধ হয়ে গেছে আর্জেন্টিনা শিবির। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি প্রথম ম্যাচের হতাশাকে ঝেড়ে ফেলে দলকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘উঠে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। এটা নিয়ে এতো বিশ্লেষণও আমরা করতে চাই না। আজকের দিনটা হতাশার। তবে আমাদের মাথা উঁচু রাখতে হবে।’

তিনি যোগ করেন, ‘ম্যাচের আগে আমরা ফেভারিট হিসেবে নেমেছিলাম। এখনও তাই-ই আছি। বিশ্বকাপে এমনটা হতেই পারে। যে বিষয়গুলো আমাদের পক্ষে যায়নি সেগুলো নিয়ে কাজ করতে হবে। দুটা ম্যাচ আছে। সেগুলোতে মরিয়া হয়ে খেলতে হবে আমাদের।’ সূত্র : টেলিগ্রাফ ইউকে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে