স্পোর্টস ডেস্ক: ফের অঘটন ঘটালো এশিয়ার আরেক দেশ জাপান। এবার অঘটনের শিকার চারবারের চ্যাম্পিয়ান জার্মানি। খেলার ৮৩ মিনিটে অঘটন ঘটিয়ে ২-১ গোলে এগিয়ে যায় জাপান। গতকাল অঘটনা ঘটিয়ে ছিল সৌদি আরব। শিকার হয়েছিল আর্জেন্টিনা।
নির্ধারিত সময়ের আর সাত মিনিট বাকি সুপার সাব তাকুমা আসানোর গোলে ২-১ এগিয়ে যায় জাপান। সেই গোল আর পরিশোধ করতে পারেনি। একই সঙ্গে থমাস মুলার এবং ইকে গুন্ডোগানকে পরিবর্তন করাই কি কাল হল? এমনটা বলাই যায়।
ম্যাচের অনেকটা সময় বাকি থাকতেই এই দু-জনকে তুলে নেওয়া। এরপরই জাপানের গোল। ৭৫ মিনিটে রিতসু দোয়ান অনবদ্য গোলে সমতা ফেরান। খেলার ৮৩ মিনিটে জয়সূচক গোলটির দেখা পেয়ে যায় সূর্যাদ্বয়ের দেশ জাপান।