স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে হারের ক্ষত কিছুটা হলেও মেরামত করা গেছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে জয়লাভ করে। বৃষ্টি বিঘ্নিত সিরিজে ১-০ তে জয়লাভ করে ভারত। সিরিজে চমকপ্রদ পারফরমেন্স করেন সূর্যকুমার যাদব।
বর্তমানে ফর্মের শীর্ষে আছেন তিনি। এই পরিস্থিতিতে এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামছে ভারত। ২৫ নভেম্বর প্রথম ম্যাচ। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দলের কাছে এই সিরিজটা ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ।
তবে এই ম্যাচে নামার আগে নির্বাচকসহ ম্যানেজমেন্ট নিন্দার মুখে পড়ল দল গঠন নিয়ে। ভারতের প্রাক্তন ক্রিকেটার রীতেন্দর সোধী নিন্দা করলেন। তাঁর নিশায় ঋষভ পন্থের ফর্ম। টানা অফ ফর্মে থাকলেও কেন তাঁকে খেলিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এবার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে অভিযান শুরু করেছিল ভারত। কিন্তু সুপার ১২-এ গিয়ে মুখ থুবড়ে পড়তে হয়। পাকিস্তানকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পরাস্ত করলেও নকআউটে গিয়ে হোঁচট খায়।
ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারতে হয়। পুরো বিশ্বকাপে ভারত তাদের উইকেটকিপার ব্যাটারের থেকে কোনও সাহায্য পায়নি। প্রথমে দীনেশ কার্তিক আর তারপর ঋষভ পন্থ দুজনের মধ্যে কেউই নিজেদের খেলাটা খেলতে পারেননি। একই ছবি দেখা গেছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও।
টি-২০ সিরিজে দুটো ম্যাচের মধ্যে একটিতেও রান পাননি পন্থ। অথচ দলে ছিলেন সঞ্জু স্যামসন। টানা ব্যর্থ হওয়া সত্ত্বেও পন্থকে কেন খেলানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন রীতেন্দর সোধী।
তিনি পন্থের মধ্যমানের ব্যাটিং নিয়ে আওয়াজ ওঠান। তিনি বলেন, ‘ও (ঋষভ পন্থ) এখন ভারতের কাছে বোঝা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে, সঞ্জু স্যামসনকে দলে ফেরাও। দিনের শেষে বিশ্বকাপে হার মানা যায় না। যখন সুযোগ পাচ্ছ তখন তা করতে না পারলে সমস্যা হবেই। এবার নতুনদের সুযোগ দেওয়ার সময়।’
টি-২০ সিরিজে নামার আগে হার্দিক পান্ডিয়া জানিয়েছিলেন তিনি তরুণদের সুযোগ দেবেন। কিন্তু সিরিজে সুযোগ পাননি সঞ্জু স্যামসন বা উমরান মালিক। তার বদলে ঋষভ পন্থ ও ভুবনেশ্বর কুমারেই ভরসা রেখেছে দল।
অতিরিক্ত সময় পন্থকে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বলেন, ‘সময় বলবে আর কত সময় দেওয়া হবে পন্থকে। সময় এগিয়ে যাচ্ছে, ওকে এবার নিজের জায়গাটা ঠিকঠাক করতে হবে। সবকিছুর একটা লিমিট থাকে। একজন প্লেয়ারের উপর খুব বেশি সময় নির্ভর করা যায় না। খেলতে না পারলে বের করে দাও।’